জেলার খবর

সিরাজগঞ্জে ভ্যানচালকের হাত-পা বাধাঁ মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে মুঞ্জিল শেখ (৫০) নামের  এক মিশু গাড়ী চালকের হাত পা বাধাঁ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত মুঞ্জিল শেখ ঐ গ্রামের মৃত আছাব আলীর ছেলে।

সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার সকালে রঘুনাথপুর গ্রামের ভুইয়াগাঁতী হতে সলঙ্গা যাওয়ার রাস্তার পাশে দেশ ইটভাটার ইটের খামালের ওপর হাত পা বাধা একটি  মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা রুবেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয় এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button