অর্থ বাণিজ্য

আজ খুলছে আশুলিয়ার পোশাক কারখানা

সাভারের আশুলিয়ায় গত কয়েকদিনে শ্রমিকদের বিক্ষোভের পর অধিকাংশ তৈরি পোশাক কারখানায় সকাল থেকেই কাজ শুরু হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শ্রমিকনেতা ও স্থানীয় রাজনীতিবিদদের কাছ থেকে আশ্বাস পাওয়ায় ঢাকার আশুলিয়ার তৈরি পোশাক কারখানা খুলছে আজ।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে নির্ধারিত সময়ে কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে।

গত কয়েকদিন শিল্পাঞ্চল আশুলিয়া কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে অস্থিরতা বিরাজ করছিল। শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনায় শিল্পাঞ্চলে শুরু হয় যৌথ অভিযান। ইতিমধ্যে নাশকতার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। জোরদার করা হয়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তা।

Related Articles

Leave a Reply

Back to top button