জাতীয়

নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চাইলেন শহীদুল হক

নিজেকে নির্দোষ দাবি করে আদালতে ন্যায়বিচার চেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টায় শহীদুল হককে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ।এরপর রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানি চলাকালে শহীদুল হক বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি পুলিশকে জনগণের পুলিশ হিসাবে গড়ে তুলেছি। হত্যা তো দূরের কথা। আমি এসব বিষয় কিছুই জানি না। আমি ন্যায়বিচার চাই।

গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর ভাগনি জামাই আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button