জাতীয়

৫ দিনের রিমান্ডে হাজী সেলিম

আইডিয়াল কলেজের প্রথমবর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিএমএম আদালতের বিচারক তার রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল থেকে হাজী সেলিমকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। সেখানেই রাতে ছিলেন হাজী সেলিম।
 
কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এ সংসদ সদস্য। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
 
এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তার। ২০২২ সালে এ সাজা কমিয়ে ১০ বছর করেন হাইকোর্ট।

Related Articles

Leave a Reply

Back to top button