আন্তর্জাতিক

আদমশুমারি করতে কারফিউ জারি করবে ইরাক

গত ২৭ বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে আদমশুমারি করা হবে। এজন্য দেশজুড়ে কারফিউ জারি করতে চলেছে ইরাক। এ কারফিউ দুই দিন ধরে চলবে। আগামী নভেম্বর মাসে দেশটিতে আদমশুমারি হবে। রবিবার (১ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক গত ২৭ বছরের মধ্যে দেশের প্রথম আদমশুমারির জন্য আগামী নভেম্বরে দুই দিনের কারফিউ জারি করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী এক বিবৃতিতে বলেছেন, ‘জনসংখ্যা শুমারি করার জন্য ২০ এবং ২১ নভেম্বর ইরাকের সমস্ত প্রদেশে কারফিউ জারি করা হবে।’
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আদমশুমারির আগে পরিসংখ্যানগত কর্মীদের প্রশিক্ষণের জন্য কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) সাথে সমন্বয় চূড়ান্ত করাসহ প্রক্রিয়াটির জন্য বিভিন্ন ব্যবস্থা অনুমোদন করা হয়েছে।
এছাড়াও কর্মীদের প্রশিক্ষণের জন্য শ্রেণীকক্ষ এবং যুব কেন্দ্র প্রদানের জন্য একাধিক মন্ত্রণালয় থেকে সহায়তা পাওয়া যাবে বলেও রিপোর্টে বলা হয়েছে।
আল জাজিরা বলছে, কয়েক দশকের সংঘাত ও সহিংসতায় বিধ্বস্ত ইরাক এর আগে বেশ কয়েকবার আদমশুমারির কার্যক্রম স্থগিত করেছে। বিশেষ করে ২০১০ সালে বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনার কারণে আদমশুমারি স্থগিত করেছিল দেশটি।

Related Articles

Leave a Reply

Back to top button