চট্রগ্রামজেলার খবর

মাদকের গডফাদার নবী হোসেন ও তার ভাই অস্ত্রসহ গ্রেফতার

সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠনের শীর্ষ সন্ত্রাসী ও মাদক চোরাচালানের গডফাদার নবী হোসেন বাহিনীর প্রধান নবী হোসেন ও তার ভাইকে সৈয়দ হোসেন বুলুকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

আজ রোববার (১ সেপ্টেম্বর) ভোর সকালে ক্যাম্প ৮ ওয়েষ্ট এলাকায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প এ অভিযান পরিচালনা করে। ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

১৪ এপিবিএন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. আরেফিন জুয়েল জানান, ১৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবালের নির্দেশনায় পুলিশের একটি অভিযানিক দল দুঃসাহসিক এ অভিযানে নামেন।

এপিবিএন পুলিশ নিউজ নাউ বাংলাকে জানান, ব্যাটালিয়নের সহ অধিনায়ক পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নস্থ ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮/ওয়েস্ট এর মেইন-ব্লক-বি, সাব-ব্লক-আই/১৪ এলাকায় অভিযান পরিচালনা করে মায়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেন (৪৭) এবং তার ভাই সৈয়দ হোসেন বুলু (৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতরা মৃত মোস্তাক আহমেদ, ব্লক-বি/৪১, ক্যাম্প-৮(ইষ্ট ) বসবাসরত মৃত মোস্তাক আহমদের পুত্র। এ সময় তাদের নিকট হতে ২ টি বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

এপিবিএন জানায়, গ্রেফতারকৃত নবী হোসেন মায়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান। তিনি মিয়ানমার হতে বাংলাদেশে ইয়াবা নামক মাদকদ্রব্য চোরচালানের মূলহোতা বা গডফাদার হিসেবে পরিচিত। বাংলাদেশের উখিয়া এবং টেকনাফের ক্যাম্প এলাকায় তার নিজস্ব সশস্ত্র বাহিনী রয়েছে। যার মাধ্যমে তিনি হত্যা, অপহরণ এবং ইয়াবা চোরাচালান করে থাকেন।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নবী হোসেনকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বিজিবি।

Related Articles

Leave a Reply

Back to top button