রাজনীতি

বিএনপির ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা জমা: ডা. জাহিদ

গণতন্ত্র মানবাধিকার ধ্বংস করে স্বৈরচারী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আয়নাঘরের মতো অনেক নতুন শব্দের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার (৩০ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির ত্রাণ কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অপশাসনকালে ১৬ বছরে আওয়ামী লীগ ৭০০’রও বেশি মানুষকে গুম করেছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া ভারতসৃষ্ট বন্যায় কয়েকটি জেলার মানুষ অসহনীয় দুর্ভোগে দিন পার করছেন বলে জানান তিনি।

ডা. জাহিদ বলেন, বন্যার্তদের পাশে বিএনপি সব সময় আছে। এছাড়া বন্যার্তদের সহায়তায় বিএনপির ত্রাণ তহবিলে এখন পর্যন্ত ১০ কোটি টাকা জমা পড়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button