রাজনীতি

শ্বাসরোধে হত্যা আওয়ামী লীগ নেতা পান্নাকে, শরীরে আঘাতের চিহ্ন

কিছুদিন আগে ভারতে পালিয়ে যাওয়ার সময় পাহাড় থেকে পড়ে আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্না নিহত হন বলে খবর বের হয়। অবশ্য গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) সাবেক ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদকের লাশ পাওয়ার খবর জানায় ভারত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পান্নার লাশ পাওয়ার তথ্য দেয় মেঘালয় পুলিশ। বিবৃতিতে বলা হয়েছে, মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের অদূরে পান্নার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পালিয়ে যাওয়ার সময় পাহাড় থেকে পড়ে মৃত্যু হয়েছে, এমনটা অনুমান করলেও এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য। ভারতীয় গণমাধ্যমটি পুলিশ সূত্রে জানিয়েছে, পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ সূত্র।

পোস্টমর্টেম রিপোর্ট বলছে, পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল।

এছাড়াও তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কপালে ঘর্ষণ এবং ক্ষতের চিহ্ন ছিল।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ ছেড়ে পালান পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না।

মেঘালয় পুলিশ জানিয়েছে, গত ২৬ আগস্ট পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে আধা পচা একটি মরদেহ পাওয়া যায়। এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে।

Related Articles

Leave a Reply

Back to top button