জাতীয়

প্রধান উপদেষ্টার পক্ষে ৪ কোটি ৫৭ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ ত্রাণ উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক চার কোটি ৫৭ লাখ চার হাজার ৪২৮ টাকা অনুদানের চেক গ্রহণ করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এসব অনুদানের চেক গ্রহণ করেন তিনি।

বায়রা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী ১ কোটি টাকা, সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম গোলাম ফারুক ১০ লাখ টাকা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক র্কমসংস্থান মন্ত্রণালয় ১ লাখ ১০ হাজার টাকা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ২৬ লাখ ৪৫ হাজার ৪০৪ টাকা,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ১ লাখ ৫৫ হাজার ৫৭৬ টাকা, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড র্সাভিসেস লিমিটেড ৫১ হাজার ৭৬৬.৭৭ টাকা, প্রবাসী কল্যাণ ব্যাংক ৪ লাখ ২৪ হাজার ৪০০ টাকা, র্উমি গ্রুপ ২৮ লাখ ৪১ হাজার ৮২৭ টাকা, ঢাকা ব্যাংক ২ কোটি টাকা, ইনভস্টেমন্টে করপোরেশন অব বাংলাদেশ ১০ লাখ ২৬ হাজার ৩৫৯.৪৩ টাকা, ষ্টেট ব্যাংক অব ইন্ডিয়া ১০ লাখ টাকা, আল-রাজী হাসপাতাল ৬০ হাজার টাকা, আসমারা বিডি প্রাইভেট লিমিটেড ২ লাখ ৭৬ হাজার ৬১১ টাকা, বিটোপি গ্রুপ ৪১ লাখ ১২ হাজার ৪৮৪ টাকা, ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজ ১০ লাখ টাকা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ১০ লাখ টাকা প্রদান করেছে।

এ সময় উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান।

এর আগে, বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক তিন কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৩০ টাকা অনুদানের চেক গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button