রাজনীতি

রোকেয়া প্রাচীর বিরুদ্ধে করা মামলা খারিজ

মিথ্যা তথ্য প্রচার করে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দেওয়ার অভিযোগে অভিনেত্রী ও প্রযোজক রোকেয়া প্রাচীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হলেও তা খারিজ করে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মোছাব্বির হাসান ওরফে সজিব নামে এক ব্যক্তি এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছিলেন। পরে মামলা গ্রহণ করার উপাদান না থাকায় তা খারিজ করে দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

মামলায় অভিযোগ করা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত সফলতাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে রোকেয়া প্রাচী গত ১৬ আগস্ট ভারতের একটি সংবাদমাধ্যমে আক্রমণাত্মক, মিথ্যা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন সাক্ষাৎকার ও বক্তব্য দেন। যা দিয়ে তিনি সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিতে।

এর আগে, গতকাল অভিনেত্রী রোকেয়া প্রাচীকে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহ-সভাপতির দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে টেলিপ্যাব। এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন দোদুল।

দোদুল জানান, শিগগিরই শৃঙ্খলাভঙ্গের কারণে প্রাচীকে সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে। সহ-সভাপতির পদ হারালেও অবশ্য সাধারণ সদস্য হিসেবে টেলিপ্যাবে থাকবেন প্রাচী।

Related Articles

Leave a Reply

Back to top button