সাকিবকে পেছনে ফেললেন পরীমনি
বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। আওয়ামী লীগের সাবেক এমপি তিনি। দেশে কোটা সংস্কার আন্দোলনের নিরব ভূমিকা পালন করতে দেখা যায় সাকিবকে। তা নিয়ে এখনো তাকে নিয়ে চলছে নানা-আলোচনা সমালোচনা।
শেখ হাসিনার সরকারের পতনের তার নামে হয়েছে হত্যা মামলা। কমছে ফেসবুকে অনুসারীর সংখ্যা। এদিকে সাকিবকে টপকে গেলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।
ফেসবুক পেজের অনুসারীর সংখ্যায় বাংলাদেশে এখন পরীমনি শীর্ষে।
সোমবার (২৬ আগস্ট) দেখা যায়, ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনির অনুসারীর সংখ্যা ১৬ মিলিয়ন অর্থাৎ এক কোটি ৬০ লাখ। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারীর সংখ্যা ১৫ মিলিয়ন অর্থাৎ এক কোটি ৫০ লাখ।
কিছুদিন আগেও ১৬ মিলিয়নের ঘরে ছিলেন সাকিব। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে হু হু করে অনুসারী কমেছে মিস্টার অলরাউন্ডারের।
কিছুদিন আগেও সাকিব আল হাসানের অনুসারীর সংখ্যা ছিলো ১৬ মিলিয়ন।
ক্রীড়া তারকা হিসেবে এখনো সবার ওপরে রয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার। তাঁর পরের স্থানে আছেন মুশফিকুর রহিম, তাঁর অনুসারী এক কোটি ৩৮ লাখ ৭৩ হাজার।
অন্যদিকে শোবিজের একাধিক তারকা এক কোটি অনুসারীর মাইলফলক ছাড়িয়ে গেছেন। এর মধ্যে রয়েছেন ‘ইত্যাদি’ খ্যাত হানিফ সংকেত ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।