জাতীয়

চকরিয়া বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার চকরিয়া উপজেলায় বি এম চর ইউনিয়নের বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাজ্জাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য নানান অনিয়ম-দুর্নীতি অপকর্মের প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

আজ রোববার (২৫আগস্ট) বিদ্যালয়ের প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই সময় বিক্ষোভকারীরা প্রধান শিক্ষক সাজ্জাদের বিরুদ্ধে পদত্যাগ ও শাস্তির দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক ও অভিভাবকরা জানান, গরীব মেধাবী শিক্ষার্থীদের কোন সহযোগিতা না করার অভিযোগ রয়েছে, বিদ্যালয় পরিচালনায় অদক্ষতা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করা ও শিক্ষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন।

বিদ্যালয় কমিটির একজন অন্যতম সদস্য জানান, সাবেক এম পি জাফর আলমের নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। অবিলম্বে দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে অপসারণ করে বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আনার দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাজ্জাদের কাছে জানতে তার কার্যালয়ে গেলে তিনি অনুপস্থিত ছিলেন। মোবাইলে ফোনে তিনি নিউজনাউ বাংলাকে জানান, ছুটিতে আছেন এ সকল অনিয়মের বিষয়ে প্রশ্ন করলে অভিযুক্ত বিষয় নিয়ে তিনি কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম জনান, ওই ঘটনার বিষয়ে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হই। লিখিত অভিযোগ করলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

Related Articles

Leave a Reply

Back to top button