জাতীয়

গলা পানিতে ডুবে গেছে ফেনী

ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙা বাঁধের ২৪টি স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। গলা পানিতে ডুবে আছে ৭০টি গ্রামের প্রায় ১৩ হাজার মানুষ।

মঙ্গলবার (২০ আগস্ট) রাত থেকে টানা বৃষ্টি চলছে আজ বুধবার পর্যন্ত।

মুহুরী নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে জানা গেছে।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্বের ২৪টি স্থান দিয়ে ফুলগাজী ও পরশুরামের ৭০টি গ্রামে পানি প্রবেশ করে। এতে ১৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বন্যার বিষয়ে ফেনী পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ শাহারিয়ার বলেন, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পূর্বের ভাঙা বাঁধের ২৪টি স্থান দিয়ে পানি লোকালয়ে ঢুকেছে।

পানি নেমে গেলে বাঁধগুলো মেরামত করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button