আন্তর্জাতিক

আসন্ন নির্বাচনে ট্রাম্প হারবেন: বাইডেন

আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হারবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্র্যাটিক পার্টির সমাবেশে তিনি ট্রাম্পের তীব্র সমালোচনা করেন।

বাইডেন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প বলে বেড়াচ্ছেন যে, আমরা নাকি হারতে চলেছি; কিন্তু বাস্তব সত্য হলো—আমরা নই, হারতে যাচ্ছেন তিনি।

তিনি আরও বলেন, ‘তিনি (ট্রাম্প) প্রায়ই বলে বেড়ান যে, ডেমোক্র্যাটিক পার্টির অধীনে গত ৪ বছর ছিল যুক্তরাষ্ট্রের পরাজয়ের বছর। কীসের ভিত্তিতে তিনি একথা বলেন? আমাকে এমন একটি রাষ্ট্রের নাম বলুন তো, যেটি মনে করে যে, আমরা আর বিশ্বকে নেতৃত্ব দেয়ার মতো সক্ষম নই? যদি আমরা সক্ষম না হই, তাহলে কে সক্ষম? তিনি নিজেকে কী মনে করেন। ’

বাইডেন আরও বলেন, ‘আমাদের সেনাদের, যারা এই দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে যাচ্ছেন, তাদেরকে তিনি একাধিকবার ভীতু এবং পরাজিত বলেছেন; কিন্তু তিনি নিজে কী? একবার তিনি নিজের দিকে তাকিয়ে দেখেছেন?’

Related Articles

Leave a Reply

Back to top button