জাতীয়

রোববার মেট্রোরেল চালুর ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ

কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল মেট্রোরেলের দুটি স্টেশন। এরপর সরকার পতনের পর জানা যায়, ১৮ আগস্ট থেকেই ওই দুটি স্টেশন বাদে চালু হবে মেট্রোরেল। তবে পূর্ব নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হয়নি এটি। এখন বলা হচ্ছে, আগামী রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চালুর ব্যাপারে আশাবাদী মেট্রোরেল কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) মেট্রোরেলের কর্মচারীরা নিজ নিজ কাজে যোগদান করেছেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ঢাকার প্রেসক্লাবের মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন।

এসময় সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এ দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি জানান।

পাশাপাশি সচিব এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

এ সময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button