বিনোদন

সত্যিই কী সিনেমা থেকে অবসর নিচ্ছেন আমির খান?

সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তী তাঁর পডকাস্ট শো (‘চ্যাপ্টার ২’) এর নতুন পর্বের প্রথম ঝলক প্রকাশ করেছেন। এই পর্বে তাঁর অতিথি  বলিউডের ‘মিস্টার পারফেরকশনিস্ট’ আমির খান।

অনুষ্ঠানের প্রোমোতে দেখা যায়, একাধিক বিষয় নিয়ে রিয়ার প্রশ্নের উত্তর দিচ্ছেন আমির। সেখানে যেমন তাঁর কেরিয়ারের দ্বিতীয় ইনিংস রয়েছে, তেমনই শাহরুখ খান এবং সালমান খানের থেকে তাঁকে দেখতে ভাল কি না, সে প্রসঙ্গেও নিজের মতামত জানিয়েছেন আমির।

একই সঙ্গে তিনি সিনেমা থেকে সরে দাঁড়ানোর কথাও বলেন।

আমির বলেন, “আমাকে এবার ছবি থেকে সরতে হবে। ” আমিরের মন্তব্য শুনে রিয়া বলেন, “মিথ্যে কথা। ”

তাঁর কথায়, “আমি সত্যি বলছি।

” আমিরের মন্তব্য ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। অনেকেই জানতে চেয়েছেন, অভিনেতা হঠাৎ কেন অভিনয় থেকে দূরে সরে যেতে চাইছেন।

২০২২ সালে মুক্তি পায় আমির অভিনীত ছবি ‘লাল সিংহ চাড্ডা’। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। তারপর আমির জানিয়েছিলেন, তিনি অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিতে চান। আমির বলেছিলেন, “আমি বিরতি নিয়ে এখন পরিবারের সঙ্গে একটা সময় কাটাতে চাই। ” তখন অভিনেতার মন্তব্য ঘিরে শোরগোল ওঠে। কিন্তু আমির কেন সিনেমাকে বিদায় জানাতে কেন চাইছেন, তার উত্তর লুকিয়ে আছে রিয়ার পডকাস্টে।

Related Articles

Leave a Reply

Back to top button