জাতীয়লিড স্টোরি

আন্দোলনের ঘটনা তদন্তে জাতিসংঘের তদন্ত দল আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের ঘটনা তদন্তে আগামী সপ্তাহেই জাতিসংঘের তদন্ত দল ঢাকা আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলনের ঘটনা তদন্তে আগামী সপ্তাহেই জাতিসংঘের তদন্ত দল আসবে। আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্ত করবেন তারা। আমরা সহযোগিতা করবো।

জাতিসংঘের কাছে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিষয়ে আরও সহায়তা চাওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Related Articles

Leave a Reply

Back to top button