জাতীয়

ডিএমপির বাকি ৩২ থানার ওসিকেও বদলি

ঢাকা মহানগর পুলিশের বাকি ৩২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) পুলিশ সদরদফতরের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিনিস্ট্রেশন) কামরুল আহসানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার এসব কর্মকর্তাকে বদলি করা হয়।

এর আগে, গত ১৩ আগস্ট ডিএমপির আওতাধীন বিভিন্ন থানার ১৮ ওসিকে বদলি করা হয়েছিল। এবার ৩২ ওসিকে নিয়ে ক্ষমতার পটপরিবর্তনের ধাক্কায় ঢাকার ৫০টি থানার সব ওসিকেই সরিয়ে দেয়া হলো বলে ধারণা করা হচ্ছে।

লালবাগ থানার ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিনকে মহালছড়ি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, চকবাজার থানার ওসি কাজী শাহীদুজ্জামানকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মুহাম্মাদ মাসুদ আলমকে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, কোতোয়ালি থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়াকে নোয়াখালী পিটিসিতে, আদাবর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়েরকে জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, এস এম আবু ফরহাদকে কক্সবাজার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, শাহজাহানপুর থানার ওসি সুজিত কুমার সাহাকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, খিলগাঁও থানার ওসি মো. সালাহউদ্দীন মিয়াকে ১৮ এপিবিএনে, সবুজবাগ থানার ওসি প্রলয় কুমার সাহাকে খুলনা পিটিসিতে এবং গেন্ডারিয়া থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল ব্যতীত ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button