সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:
টানা চার দিনের ভারি বৃষ্টিপাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার (মানিকপুর সুরাজপুর) সড়কের পাশের মাটি ধসে গর্ত সৃষ্টি হয়েছে। এতে সড়ক ও বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যার ফলে রোববার (১৮ আগস্ট) সকাল থেকে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার (মানিকপুর সুরাজপুর) সড়কের যান চলাচল।
রাস্তার কাজ ঠিক সময়ে শেষ না করার কারণে এ অবস্থা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম।
সরেজমিনে দেখা যায়, অতি ভারি বর্ষণে মানিকপুরের এলাকায় সড়কের বেইলি ব্রিজের রাস্তার পার্শ্বের মাটিধসে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। এতে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সড়কটির ধসে যাওয়া অংশবিশেষ সম্পূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত যান চলাচল সম্ভব হবে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে এলজিইডির চকরিয়া উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম নিউজ নাউ বাংলা কে বলেন, সড়কটির মেরামত কাজ দ্রুত শেষ করার কথা ছিল অনেক আগেই। যথা সময়ে কাজ শেষ না করার কারণে কয়দিনের বৃষ্টির পানিতে ধুঁয়ে গেছে। দ্রুত কাজ শেষ করার জন্য স্থানীয় চেয়ারম্যানকে বলা আছে। তবে এখনও সম্পূর্ণ চলাচল বন্ধ হয়নি।