বিনোদন
বিপিএলে দল কিনলেন সুপারস্টার শাকিব খান
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল আয়ের ভাগ দাবিতে বিপিএলের সর্বশেষ আসর শুরুর আগেই আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে আসন্ন বিপিএলে কুমিল্লা অংশ নিচ্ছে না বলেই খবর বেড়িয়েছে।
তবে এর মধ্যেই নতুন খবর, বিপিএল দল কিনে ফেলেছে চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান। বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।
প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হলেন বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। রূপালী পর্দার জগত থেকে এবার তিনি নাম লেখালেন ক্রিকেট অঙ্গনেও। ইতোমধ্যেই সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।