জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক ওএসডি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাহিদুল ইসলাম ভূঞাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে।

জাহিদুল ইসলাম বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা এবং তিনি এর আগে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব হিসেবে পাঁচ বছর ধরে দায়িত্ব পালন করেছেন। তিনি এ বছরের মে মাসের শেষ সপ্তাহে বিমানের এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছিলেন। মাত্র আড়াই মাসের মধ্যেই তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো।

এর আগে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। ৭ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়া গতকাল বুধবার ১১ জন সচিবের চুক্তি বাতিল করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button