আন্তর্জাতিক

রানীর সমাধিতে মিলল ৫০০০ বছরের পুরনো মদ

প্রায় ৫০০০ বছর আগে মিশরের রানী মেরেট-নিথকে অ্যাবিডোসে সমাহিত করা হয়। রানী মেরেট-নিথই একমাত্র নারী যাকে রাজকীয় সমাধিস্থলের মধ্যে একটি পৃথক সমাধিতে রাখা হয়েছিল। অনুসন্ধানের সময় গবেষকেরা হঠাৎ করেই  রাজকীয় পানীয় ভান্ডার খুঁজে পান। তাদের অনুমান করা হয়, মৃত্যুর পর যাতে রানীর সুরার অভাব না হয় তাই প্রচুর পাত্র ভর্তি করে রেখে দেয়া হয়েছিল সমাধিতে।
রানীর সমাধিতে মিলল ৫০০০ বছরের পুরনো মদ
গবেষকেরা আরো জানান, তিনি সেই যুগের সবচেয়ে প্রভাবশালী নারী ছিলেন। এমনকি তিনি মিশরের প্রথম নারী ফারাও হতে পারেন বলে মনে করা হচ্ছে।
গবেষকেরা তার সমাধি পরীক্ষা করে বহু নিদর্শন আবিষ্কার করেছেন। যার মধ্যে মদের পাত্রগুলোও পাওয়া যায়।
প্রত্নতত্ত্ববিদ ক্রিস্টিয়ানা কোলার জানিয়েছেন, মদের পাত্র ছাড়াও আঙুরের বীজ এবং স্ফটিক পাওয়া গিয়েছে। তিনি আরো জানিয়েছেন, পাত্রে থাকা মদ জমাট বেঁধে রয়েছে এবং এটি লাল বা সাদা ছিল কিনা তা সঠিক ভাবে জানা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button