করোনাজাতীয়

করোনা ভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু, নতুন ২৬৬ সহ মোট আক্রান্ত ১৮৩৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় একদিনে রেকর্ড সংখ্যক ২৬৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১৮৩৮ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। মোট সুস্থ এখন ৫৮ জন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে সমস্যা হচ্ছে, মানুষ টেস্ট করতে আগ্রহী না, গোপন করে রাখে। ফলে অনেক ডাক্তার তাদের থেকে সংক্রমিত হচ্ছে।

এসময় তিনি সন্দেহভাজন করোনা আক্রান্তদের বেশি বেশি টেস্ট করার পরামর্শ দেন।

তিনি বলেন, নতুন করে তিনটি প্রতিষ্ঠানকে আমরা করোনা রোগীদের জন্য সুসজ্জিত করছি। বসুন্ধরা কনভেনশন সেন্টার ২ হাজার বেডে উন্নীত করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩শ বেডে ও উত্তরা দিয়াবাড়ী চারটি বহুতল ভবনকে আমরা ১২শ বেডে উন্নীত করছি।

এছাড়াও বর্তমান পরিস্থিতি বিবেচনায় আরও বেশ কয়েকটি হাসপাতালকে করোনার চিকিৎসার জন্য প্রস্তুত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘরে থাকুন সুস্থ থাকুন, আক্রান্ত হবেন না। করোন পরীক্ষা করান। নিজে বাঁচুন, প্রিয়জনকে বাঁচান এবং অন্যকে বাঁচান।

Related Articles

Leave a Reply

Back to top button