করোনাফেসবুক থেকে

বিএমটিএফ কর্তৃক ০১ সপ্তাহে ১০০০ টি ভেন্টিলেটর বানানো সম্ভব: আরিফা রহমান রুমার ফেসবুক থেকে

খুব ভালো একটা খবর দিচ্ছি।

করোনাভাইরাস এর বিস্তার বৃদ্ধির সাথে সাথে দেশের বর্তমান কৃত্তিম ভেন্টিলেটর (Artificial Ventilator) এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে BMTF ( Bangladesh Machine Tools Factory) কে ভেন্টিলেটর বানানোর দায়িত্ব দেয়া হয়েছিল। ইন্জিনিয়ারদের সহযোগিতা নিয়ে প্রায় ০২ সপ্তাহের প্রচেস্টায় BMTF কোভিড-১৯ রোগীদের আইসোলেশন আইসিইউ-তে ভেন্টিলেট করার মত একটি প্রোভেন্টিলেটরে রূপান্তর করতে সক্ষম হয়।

গতকাল সি এম এইচ, ঢাকার ক্রিটিকাল কেয়ার সেন্টারে মেকানিকাল ভেন্টিলেটর এ থাকা দুইজন রোগীর (করোনা আক্রান্ত নয়) উপর xxx এর প্রত্যক্ষ পর্যবেক্ষণে পরীক্ষমূলকভাবে এটি প্রয়োগ করা হয়। প্রাথমিক পর্যায়ে ০২ ঘন্টা এই ভেন্টিলেটরের মাধ্যমে রোগীকে ভেন্টিলেট করা হয়। একই প্রক্রিয়ায় আজ রাতেই আরো ০৬ ঘন্টা ভেন্টিলেট করা হবে। রোগীর পর্যবেক্ষণের সময় রোগীর সকল ভাইটাল প্যারামিটার সমুহ স্থিতিশীল ছিল যা অত্যন্ত আশা ব্যাঞ্জক। এই যন্ত্রটির কিছু ফাইন টিউনিং করা প্রয়োজন দেখা দেয় যা নিয়োজিত ইন্জিনিয়ারদের দ্বারা টিউনিং করা সম্ভব বলে জানিয়েছেন।

BMTF কর্তৃক ০১ সপ্তাহে ১০০০ টি এই ধরনের ভেন্টিলেটর বানানো সম্ভব। এতে কভিড-১৯ রোগীদের জন্য এই ভেন্টিলেটরটি “কনভেনশনাল ভেন্টিলেটর” এর অবর্তমানে “বিকল্প ভেন্টিলেটর” হিসাবে কাজ করে অনেক রোগীর জীবন বাঁচাতে সহায়ক হবে বলে মনে বিশেষজ্ঞরা মনে করছেন।

 

আরিফা রহমান রুমা বাংলাদেশ

যুগ্ম মহাসচিবসহযোগী অধ্যাপক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের

 

Related Articles

Leave a Reply

Back to top button