সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:
সাধারণ জনগণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে সেনাবাহিনীর পাহারায় কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া থানায় আপতকালিন পুলিশি সেবার কার্যক্রম সীমিত পরিসরে শুরু করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় দিকে চকরিয়ায় আপতকালিন সেবার কার্যক্রমের উদ্বোধন করেছেন, মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন।
এ সময় উপস্থিতি ছিলেন, এসইউপি, এনডিসি, পিএসসি, জিওসি ১০ পদাতিক ডিভিশন, এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া, ব্রিগেডিয়ার জেনারেল মো: নুরুন্নবী, পিএসসি, কমান্ডার ২ পদাতিক ব্রিগেড, লে: কর্নেল গোলাম কিবরিয়া খন্দকার, পিএসসি, অধিনায়ক ১ ইস্ট বেংগল, লে: কর্নেল কামরুজ্জামান পিটু, পিএসসি, অধিনায়ক ৩৯ এসটি ব্যাটালিয়ন, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এবং শেখ মোহাম্মদ আলী।
এদিকে, লে: কর্নেল গোলাম কিবরিয়া খন্দকার, পিএসসি, অধিনায়ক ১ ইস্ট বেংগলের ত্বতাবধানে কক্সবাজারের চকরিয়া থানাসহ এর অধিনে মাতামুহুরি তদন্ত কেন্দ্র, হারবাং পুলিশ ফাঁড়ির সীমিত পরিসরে আপদকালীন সেবার কার্যক্রম শুরু হয়েছে বলে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।