বিনোদনসাহিত্য ও বিনোদন

নির্মাতা মোস্তফা কামাল রাজের জন্মদিন আজ

দেশের জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জন্মদিন আজ।

আজকের এই দিনে (১০ আগস্ট) নরসিংদী জেলার রায়পুরা থানায় জন্মগ্রহণ করেন তিনি।

রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্খীদের ভালোবাসাময় শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

এ বছর তার নির্মিত নতুন চলচ্চিত্র ‘ওমর’ বেশ দর্শক জনপ্রিয়তা পায়। বিশেষ করে গানগুলো ভাইরাল হয়।

বর্তমানে তিনি নতুন নাটক নিয়ে ব্যাস্ত সময় পার করছেন।

২০১১ সালে তিনি নাটক নির্মাণের পাশাপাশি রাজ ‘প্রজাপতি’ চলচ্চিত্র নির্মাণ করেন। একই বছরের ৭ নভেম্বর ছবিটি মুক্তি পায়। এ চলচ্চিত্রে অভিনয় করেন মৌসুমী, জাহিদ হাসান, মোশাররফ করিম প্রমুখ।

রাজের প্রথম চলচ্চিত্র তিন ক্যাটাগরিতে পায় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ গীতিকার এবং শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ছবিটি।

পরে রাজ আরো নির্মাণ করেন ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’, ‘যদি একদিন’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র। রাজের আগের সিনেমাগুলোয় অভিনয় করেছেন শাকিব খান, আরিফিন শুভ, মোশাররফ করিম, মৌসুমী, জাহিদ হাসান, তাহসান, শ্রাবন্তী, মীম।

এ ছাড়া অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার বেশকিছু জনপ্রিয় নাটকের মধ্যে, নয়ন তারা, চাদের হাট, কাজল, জেনি, ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড, অনন্যা, নয় ছয়, অফ স্ক্রিণ, দোস্ত দুশমন, হিট, ব্যাচেলর দ্য ফ্যামিলি, মাইক, ইডিয়টস উল্লেখযোগ্য।

জন্মদিনে নিউজ নাউ বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা।

Related Articles

Leave a Reply

Back to top button