জাতীয়জেলার খবর

‘আমি চাল চুরি করিনি’- বিচার চেয়ে অবস্থান কর্মসূচি

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিচার চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান নাছির উদ্দিন শামীম খান।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করেন তিনি।

এ সময় মাটিতে গড়িয়ে কান্নাকাটি করে বিচারের দাবি করেন নাছির উদ্দিন শামীম।

আমি চাল চুরি করিনি’নাছির উদ্দিন শামীম বলেন, ‘আমি কোনো চাল চুরি করিনি। কিন্তু, আমার বিরুদ্ধে চাল চুরি নিয়ে একটি টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়েছে। এতে আমার মান সম্মান ক্ষুণ্ন হয়েছে।’

তিনি বলেন,“ ওই টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি আমার কাছে আসে। আমি বলেছি, আমার এইখানে সিসি ক্যামেরা আছে। আমি কখন চাল দেই, কখন চালা উঠাই সব  আপনি সিসি ক্যামেরায় দেখতে পারবেন। কিন্তু আমি টাকা দিয়া কোন কাজ করতে পারবোনা।”

শামীম খান অভিযোগ করেন, “তারপরও ওই টিভি সাংবাদিক আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। তার কাছে কি প্রমানে আছে যে, আমি চাল চুরি করেছি। কিন্তু আমার সিসি ক্যামেরার প্রমান-ই যথেষ্ট যে, আমি চাল চুরি করেছি না বিলিয়েছি।”

প্রতিবাদী ভাষায় তিনি আরো বলেন,“আমার মান সম্মান এখন আর নাই। আমিতো ওই সাংবাদিকের কোন ক্ষতি করিনাই। কেন এই সাংবাদিক আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করলো।”

মিডিয়া কর্মী ও প্রশাসনকে উদ্দেশ্য করে শামীম খান বলেন,  “আমি মিডিয়া ও  মাননীয় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করবো, আপনারা আমার সিসি ফুটেজ দেখে সত্যতা যাচাই করুন। আমি এর সুবিচার চাই। নইলে এই অপমান সহ্য করতে পারবোনা, আমি মরে যাব।”

আমি চাল চুরি করিনি’

পরে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও চাদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান এসে তাকে সান্ত্বনা দিলে অবস্থান কর্মসুচী তুলে নেন তিনি।

 

https://www.facebook.com/alim.uddin.370/videos/2718434634934425/?t=2

Related Articles

Leave a Reply

Back to top button