বিনোদন

ড. ইউনূসের সাক্ষাৎকার শুনে প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী চমক

ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী রুকাইয়া জাহান চমক কোটা আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন। নতুন দেশ গড়ার স্বপ্ন এই অভিনেত্রীর চোখেমুখে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার শুনে মুগ্ধ তিনি।

ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সমসাময়িক ঘটনাবলী নিয়ে কথা বলেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূসের সেই সাক্ষাৎকারে মুগ্ধ হয়ে রুকাইয়া জাহান চমক এক ফেসবুক স্ট্যাটাসে সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরেছেন-

যেখানে চমক লেখেন, ‘ভারতের এনডিটিভির সাথে সাক্ষাৎকারে ড. মুহম্মদ ইউনূস পুরোটা সময় বাংলাদেশের মানুষকে রক্ষা করে গেছে। যেটা আমার জন্মে আর কোন ক্ষমতাবান মানুষের মুখে শুনি নাই।

সঞ্চালক : মানুষ ঢাকাতে নৈরাজ্য করছে?
 
উনি উত্তর দিলেন, বহুদিন পর দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। তারা উপভোগ করছে। আমরাও এই স্বাধীনতা উপভোগ করতেছি।

সঞ্চালক: তাই বলে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার কারণ কী?

স্যার বললেন, এর একমাত্র দায় শেখ হাসিনার। সে দুঃশাসনের মাধ্যমে পিতার ইমেজ ধ্বংস করছে। এর ফলে এই ভাঙচুর হচ্ছে।

সঞ্চালক এবার জানতে চাইলেন, এই লুটতরাজের কারণ কী? এটা কীভাবে দেখেন?

ইউনূস একবারও মানুষের দোষ দিলেন না। বললেন, এটা হাসিনার দুঃশাসনের ধারাবাহিকতা। মানুষ ভোট দিতে পারে নাই বহুবছর। এই ক্ষোভ তাদের মধ্যে থাকাটাই স্বাভাবিক। ডেমোক্রেসি আসলেই এসব বন্ধ হয়ে যাবে। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই আইনের শাসন ফিরিয়ে আনার প্রথম এবং প্রধান পদক্ষেপ।

এরপর উনি ভারতকে হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে ভারত, মায়ানমার, সেভেন সিস্টারও অক্ষত থাকবে না।

চমক লেখেন, খেয়াল করেন, সে ভারত আর সেভেন সিস্টার আলাদা আলাদা উচ্চারণ করেছে। হুমকিটা কত ব্যাপক, বুঝতেসেন তো?
এরপর ইউনূসের প্রশংসায় অভিনেত্রী লেখেন, ‘সারাজীবন যে কোনো আন্দোলনে প্রধানমন্ত্রীর কাছে সন্ত্রাসী তকমা শুনে এসেছি। আমার ভাইদের লাশ হাসপাতালে রেখে মেট্রোরেল ধরে খুনি স্বৈরাচারীর কান্নার নাটক দেখেছি। বিদেশি সাংবাদিকদের সামনে দেশের মানুষকে সন্ত্রাসী বানানোর কুৎসিত চেষ্টা দেখে দেখে বড় হয়েছি। আমাদের কখনও কেউ ডিফেন্ড করে নাই, ওউন করে নাই, এতো মায়া দিয়ে কথা বলে নাই আমার জন্য। অথচ আজ প্রফেসর ইউনূস মানুষকে ছোট করেন নাই। আমাদের রাগটা বুঝেছেন। আমাদের ওউন করেছেন। আমাদের থ্রেটকে মোকাবিলা করেছেন পাল্টা থ্রেট দিয়ে।’

Related Articles

Leave a Reply

Back to top button