আন্তর্জাতিককরোনা

যুক্তরাষ্ট্রে মাস্ক-কিট পাঠাতে চীনের বাধা

করোনা সবচেয়ে বিপর্যয় ডেকে এনেছে যুক্তরাষ্ট্রে। এমনকি টেস্ট কিট, সার্জিক্যাল মাস্ক, গাউনসহ চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর সংকট দেখা দিয়েছে সেখানে।

এমতাবস্থায়, চীনে অবস্থিত কয়েকটি মার্কিন কোম্পানির ওপর নিজ দেশে সার্জিক্যাল মাস্ক, করোনা টেস্টিং কিটসহ অন্যান্য চিকিৎসাসামগ্রী রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। করোনার এই ক্রান্তিকালে চিকিৎসাসামগ্রী সরবরাহ করে নিজ দেশের পাশে দাঁড়াতে চাইলেও পারছে না অভিযোগ এই কোম্পানিগুলোর। এসব কোম্পানির মধ্যে রয়েছে পারকিনএলমার ও ৩এম। (খবর ডেইলি মেইল)

ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, চীনে অবস্থিত মার্কিন কোম্পানি পারকিনএলমার যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৪ মিলিয়ন (১৪ লাখ) কোভিড-১৯ টেস্ট কিট রফতানি করতে চায়। তবে তারা রফতানি অনুমতি পাচ্ছে না বেইজিংয়ের। এসব চিকিৎসাসামগ্রী নিজের দেশের জন্য চায় চীন। মার্কিন এই কোম্পানিগুলোর তৈরি সাজিক্যাল মাস্ক, কিট চীনের কোম্পানিগুলোর তুলনায় ভালো হওয়ায় এসব চিকিৎসাসামগ্রী হাতছাড়া করতে চাইছে না বেইজিং।

ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রভিত্তিক কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের বরাতে জানিয়েছে, কয়েক মিলিয়ন টেস্ট কিট আটকা পড়ে আছে তাদের চীনের কারখানাগুলোতে। এসব চিকিৎসাসামগ্রী রফতানিতে চীন রফতানি ছাড়পত্র দিচ্ছে না বলে অভিযোগ তাদের ।

বর্তমানে যুক্তরাষ্ট্রেই সংকট তৈরি হয়েছে এন-৯৫ রেসপিরেটরি মাস্কের। তাই নিজ দিশে এন-৯৫ রেসপিরেটরি মাস্ক পাঠাতে চায় যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ৩এম। তবে তাদেরকেও এ বিষয়ে এখনও অনুমতি দেয়নি বেইজিং।

করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি রূপ নেয়ার পরপরই এজন্য চীনকে দোষারোপ করে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বিভিন্ন বক্তৃতায় বলতে শোনা যায়, চাইনিজ ভাইরাস। আমেরিকানরা মনে করেন, উহানের গোপন গবেষণাগার থেকে ফাঁস হয়েছে এই ভাইরাস। তবে বেইজিংয়ের পাল্টা অভিযোগ, মার্কিন মিলিটারি তার সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দিয়েছে করোনা।

Related Articles

Leave a Reply

Back to top button