বিনোদন

বিমানবন্দরে আটকে দেওয়া হলো রিয়াজকে

এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল চলচ্চিত্র অভিনেতা রিয়াজের। তবে তাকে যেতে দেওয়া হয়নি।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রিয়াজকে আটকে দেওয়া হয় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গোয়েন্দা সংস্থা থেকে কিছু রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্বসহ বেশ কয়েকজনের তালিকা চেক-ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে দেওয়া রয়েছে। পাশাপাশি প্লেনে যাত্রী ওঠা ও ফ্লাইট উড্ডয়নের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ক্লিয়ারেন্স নিতে হয়। রিয়াজ বিকেলে বিমানবন্দরে আসেন। সম্ভবত তালিকায় নাম থাকার কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের কোনো পদ-পদবী নেই রিয়াজের। তবে দলটির হয়ে সরব ছিলেন। যেকোনো কর্মসূচীতে দেখা যেত প্রথম সারিতে। আওয়ামী ঘরানার শিল্পীদের সঙ্গেই ছিল তার ওঠাবসা।

Related Articles

Leave a Reply

Back to top button