বিনোদন
৩২ নম্বর বাড়ির পুনর্বাসন করাই হবে সরকারের প্রথম কাজ: ফারুকী
বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও ছিলেন এই দলে।
এদিকে আন্দোলনে বিজয় আসার পর বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অগ্নি সংযোগ করা হয়েছে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়িতে। এবার বাড়িটি পুনর্বাসন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম। এরকম ভাবছেন ফারুকী।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে ফারুকী লিখেছেন, আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর প্রথম কাজ হবে ৩২ নম্বরের বাড়ির পুনর্বাসনের কাজ শুরু করা। এই বাড়িকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের উচিত হবে নিজেই বাড়িটা ভিজিট করা। তিনি এই বাড়ি ভিজিট করলে একটা সিগনিফিকেন্স তৈরি হবে, একটা বার্তা দেবে।
এরপর লেখেন, এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এগুলো সব ঠিকঠাক করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের মন্দির থাকবে, মসজিদ থাকবে, প্যাগোডা থাকবে, গির্জা থাকবে, বোরকা থাকবে, জিনস থাকবে। সবকিছুই থাকবে বহুজনের এই সমাজে।
এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনেও তাগিদ ফারুকীর। এ নিয়েও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়েছিলেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কাজে নামানোর তাগিদ দেন তিনি।