যুক্তরাষ্ট্র সরকার ও মার্কিন বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্কের গুরুতর অভিযোগ এনেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের পর ভেনিজুয়েলায় অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছেন মার্কিন সরকার ও ইলন মাস্ক।
কয়েক সপ্তাহের প্রচারণা শেষে গত রোববার (২৮ জুলাই) প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে ওইদিন রাতেই ঘোষণা করা হয় ফল। মধ্যরাতের পর জাতীয় নির্বাচনী কর্তৃপক্ষ (সিএনই) জানায়, ৮০ শতাংশ ভোট গণনা শেষে মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী এডমান্ডো গঞ্জালেজ পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।
ভোট গণনার মধ্যেই জয় দাবি করেন মাদুরো। জয় দাবে করেন বিরোধী প্রার্থী গঞ্জালেজও। মাদুরোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, সরকারি ফলাফল প্রত্যাখ্যান করে গঞ্জালেজের সমর্থকরা রাস্তায় নামেন। যুক্তরাষ্ট্র ও টেসলার প্রধান ইলন মাস্কসহ গঞ্জালেজের পশ্চিমা সমর্থকরাও একই অভিযোগ আনেন।
ইলন মাস্ক আরও এক ধাপ এগিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যা দেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় মাস্ক বলেন, ‘আপনার পেছনে আমি আসছি, মাদুরো। আমি আপনাকে গাধার পিঠে করে ঘোরাব।’
আর যুক্তরাষ্ট্র সরকার মাদুরোর জয় প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেসকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দেয়। গত বৃহস্পতিবার (১ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের কাছে এটি স্পষ্ট যে এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া সর্বোচ্চ ভোট পেয়ে ২৮ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন।
শুক্রবার (২ আগস্ট) রাজধানী কারাকাসে এক সংবাদ সম্মেলন করেন মাদুরো। সেখানে যুক্তরাষ্ট্র সরকার ও ইলন মাস্কসহ গঞ্জালেজের পশ্চিমা সমর্থকদের কঠিন জবান দেন তিনি। ব্লিঙ্কেনকে তিরস্কার করেন মাদুরো। বলেন, অন্য দেশের নির্বাচনের ফলাফল ‘ঘোষণা’ করার প্রচেষ্টা ‘হতাশাজনক’। বিষয়টাকে ‘মার্কিন কূটনীতির একটি অপ্রকৃতিস্থ ইঙ্গিত’ বলেও অভিহিত করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে ঠাট্টাচ্ছলে মাদুরো বলেন, ‘আপনারা কি এটা দেখবেন? ব্লিঙ্কেন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রয়েছে আমাদের নির্বাচনের ফলাফল।’ এ সময় তিনি ভেনেজুয়েলাকে অস্থিতিশীল করার চেষ্টার জন্য পশ্চিমাদের অভিযুক্ত করেন।