বিনোদন

দ্রুত চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন শাহরুখ খান

দেশে চিকিৎসা সম্ভব না হওয়ায় আমেরিকার পথে উড়াল দিচ্ছেন বলিউড শাহেনশাহ খ্যাত শাহরুখ খান। ভারতীয় সংবাদমাধ্যম টাইম নাও ও জুম টিভি এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, দীর্ঘ সময় ধরে চোখের সমস্যায় ভুগছিলেন মেগাস্টার। বর্তমানে সমস্যা আরও গভীর হয়েছে। তাই সময় নষ্ট না করে দেশ ছাড়ছেন তিনি।

চোখের জন্য মে মাসে ভারতের গুজরাটের একটি হাসপাতালে চিকিৎসা নেন শাহরুখ। সেখানে চোখের অস্ত্রোপচারও হয়। তবে পুরোপুরি চোখের সুরক্ষা নিশ্চিত হয়নি। তাই দেশের বাইরে যেতে হচ্ছে অভিনেতাকে।

চোখের অবস্থা হঠাৎই আরও খারাপ হলে সোমবার ( ২৯ জুলাই) মুম্বাইয়ের একটি হাসপাতালে যান শাহরুখ। সেখানকার চিকিৎসকরা তাকে আমেরিকা যাওয়ার পরামর্শ দেন। এরপর দ্রুত সিদ্ধান্ত নেয় শাহরুখের পরিবার।
 
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দেশে সঠিক চিকিৎসা হয়নি শাহরুখের। তাই আমেরিকায় চিকিৎসা নিতে চলেছেন অভিনেতা। সেখানে আবারও চোখের অস্ত্রোপচার হতে পারে তার।

Related Articles

Leave a Reply

Back to top button