সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় চকরিয়ার সরকারী কলেজের ছাত্র নিহত আহাসান হাবিবের (২৩) পরিবাবের মাঝে সঞ্চয়পত্রসহ আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার কক্সবাজার জেলা প্রশাসকের দেয়া তথ্যের ভিত্তিতে নিহত আহসান হাবিবের পরিবারকে নগদ আর্থিক সহায়তাসহ সঞ্চয়পত্র প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় নিহত হাবিরের মাতাপিতা ও স্থানীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
নিহত হাবির চকরিয়া সরকারী কলেজের ৩য় বর্ষের ছাত্র, সাবেক ছাত্রলীগের ওয়ার্ড় কমিটির সাধারণ সম্পাদক ও চকরিয়ার ফাঁশিয়াখালী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড়ের বাসিন্দা হেলালের উদিনের ছেলে। মা হাছিনা বেগম। তারা ২ ভাই ২ বোনের একটি অসহায় সংসার। তার পিতা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাপের আয়ে উপর সংসার জীবন চলে, আর্থিক অবস্থা তেমন ভাল না থাকায় লেখা পড়ার পাশাপাশি নিরুপায় হয়ে হাবিব কক্সবাজারে চাকুরী নেয়। অবশেষে লেখাপড়া আর চাকরি করা হলো না তার।
গত বৃহস্পতিবার ১৮ জুলাই কক্সবাজারে রাতে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে সেই গুরুত্বর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
তার পিতা হেলাল উদ্দিন বলেন, আমার ছেলে চাকুরীর সুবাতে কক্সবাজার থাকতেন। লেখা পড়ার পাশাপাশি একটি বেসরকারী সংস্থায় পার টাইম চকুরী করতেন। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে বাসায় ফেরার পথ আন্দোলনের সময় দৃর্বৃত্তের গুলিতে সেই আহত হয়।
এদিকে এ ব্যাপারে স্থানীয় ইউপির চেয়ারম্যান হেলাল উদ্দিন নিউজ নাউ বাংলাকে জানান, গতকাল ২৮ জুলাই রোববার ক্ষতিগ্রস্ত তার পরিবারের মাঝে নগদ ৫০ হাজার টাকাসহ ১০ লাখ টাকার সঞ্চয়পত্র তাদের হাতে তোলে দেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার মাতা পিতা ও প্রতিনিধি হিসেবে ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।