জাতীয়

কালও চলবে না মৈত্রী এক্সপ্রেস

চলমান আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার পর থেকেই বন্ধ রয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী ট্রেন মৈত্রী এক্সপ্রেস। বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এলেও ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী ট্রেনটির যাত্রা শুরু করেনি ভারতীয় রেলওয়ে। এর ফলে মঙ্গলবারও চলবে না মৈত্রী এক্সপ্রেস।
ভারতীয় রেলওয়ে জানিয়েছে, আগামী ৩০ তারিখ কলকাতা এবং ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। কিন্তু সেই ট্রেন বাতিল করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের থেকে বার্তা পেয়েই এ সিদ্ধান্ত।
তবে কবে আবার দু’দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চলবে তা নিশ্চিত জানা যায়নি।
ভারতীয় রেলওয়ে জানিয়েছে, যেসব যাত্রী ৩০ জুলাই মৈত্রী এক্সপ্রেসে ভ্রমণের জন্য টিকিট কেটেছিলেন তারা টাকা ফেরত পাবেন। টিকিটের দাম ফেরতের জন্য কলকাতায় বিশেষ টিকিট কাউন্টার খোলা হয়েছে। কিন্তু কোনো যাত্রী টিকিট হারিয়ে ফেললে টাকা ফেরত পাবেন না। বিদেশি যাত্রীদের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের (পিআরএস) কাজের সময় টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button