বিনোদন
বিটিএস তারকা জিনের হাতে অলিম্পক মশাল
রোববার (১৫ জুলাই) অলিম্পিক মশাল নিয়ে প্যারিসের ল্যুভর জাদুঘরের কাছে বিটিএস সদস্য জিনকে দেখা গেছে। কে-পপ সুপারগ্রুপ বিটিএসের সিনিয়র সদস্য জিন। প্যারিসে রোববারের অলিম্পিক শিখার মশাল বাহক ছিলেন।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় তার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করার পর জিন প্যারিসের ল্যুভর মিউজিয়ামের কাছে অলিম্পিক মশাল বহন করেছিলেন। চলতি বছরের শেষদিকে জিনের গানে নিয়মিত হওয়ার কথা জানা গেছে।
মশাল বহন করার অনুষ্ঠান থেকে জিনের ছবি এবং ভিডিও সব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অলিম্পিক শিখা নিয়ে ল্যুভর মিউজিয়ামে বিটিএস ব্যান্ড সদস্যের জন্য অপেক্ষারত ভক্তদেরও দেখা গেছে।
জিনকে অভিবাদন জানাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিটিএস আর্মির ভক্ত-অনুরাগীরা ফ্রান্সের ল্যুভর জাদুঘরের সামনে হাজির হয়েছিলেন।