জাতীয়
পবিত্র আশুরার কারণে বুধবার কর্মসূচি থাকছে না

পবিত্র আশুরার কারণে বুধবার কোটা সংস্কারের দাবিতে নেয়া কর্মসূচি স্থগিত করে ক্যাম্পাস ত্যাগ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে এখনো নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আব্দুল্লাহ বলেন, সারাদেশে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘আজকের মতো আমাদের কর্মসূচি শেষ করছি। এরপর কী কর্মসূচি নেওয়া হবে সে বিষয়ে আমরা রাতে আলোচনা করে জানিয়ে দেবো।’


