ফিচার

ছাত্রলীগের উপর কোটা বিরোধীদের সশস্ত্র হামলা প্রমাণ দেয় এর পেছনে স্বাধীনতা বিরোধী শক্তি রশদ যোগান দিচ্ছে

কোটা বিরোধী আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধিরা একত্রিত হয়েছে। তাদের আন্দোলন, স্লোগান আর মারমুখি আচরণ থেকে এটা আজ পরিস্কার। সাধারণ ছাত্রদের ব্যানারে কোটা সংস্কারের নামে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি একত্রিত হয়েছে। নিউ মার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হয়েছে। সাধারণ ছাত্র- ছাত্রীদের এই আন্দোলনে কারা অস্ত্র সরবরাহ করলো?এসব কিছু থেকে পরিস্কার এই আন্দোলনের আসল উদ্দেশ্য, এমন দাবি মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রগতিশীল সংগঠনের নেতাদের। নিউজ নাউ বাংলার সাথে তারা এমন মন্তব্য করেছেন। সোমবার কোটা বিরোধী আন্দোলন কারী ছাত্র- ছাত্রী ও মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেয় বাংলাদেশ ছাত্রলীগ। এক পর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ সংগঠিত হলে কোটা বিরোধীদের মধ্য থেকে ৩ শতাধিক আহত হয় কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়।

অন্য দিকে ছাত্রলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এই সংঘর্ষে ৫ শ নেতা-কর্মী আহত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম জানান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের হামলায় আমাদের প্রায় ৫০০ নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে প্রায় ২০০ জনের অবস্থা গুরুতর। যাদের মধ্যে কেন্দ্রীয় নেতা আছেন প্রায় ২০ জন। এছাড়া, দুই জন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এরমধ্যে একজন নিউমার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজিদুল হাসান ফাহাদ (২৪), অপরজন বাংলা কলেজ ছাত্রলীগ কর্মী আসলাম। এদের দু’জনকেই শহীদুল্লাহ হলের সামনে গুলি করা হয়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন নিউ মার্কেট থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাজেদুল হাসান ফাহাদ জানিয়েছেন, আন্দোলনকারীদের গুলিতে তিনি আহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহীদুল্লাহ হলের সামনে গুলিবিদ্ধ হন ফাহাদ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ১০৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। গুলিবিদ্ধ সাজেদুল হাসান ফাহাদ বলেন, গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কোটাবিরোধীরা নানাভাবে অপপ্রচার চালাচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমাদের একটি প্রোগ্রাম ছিল। আমরা খবর পেলাম আমাদের কিছু সহকর্মীকে শহীদুল্লাহ হলে আটকে রাখার। খবর পেয়ে শহীদুল্লাহ হলের কাছাকাছি চলে এলে কোটাবিরোধীদের একজন কোমর থেকে পিস্তল বের করে খুব কাছ থেকে আমার বাম পায়ের রানে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় আমাকে হাসপাতালে নিয়ে এলে সেখানেও তারা আমাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। হাসপাতালের আনসার সদস্যরা এই হামলা থেকে আমাদের রক্ষা করে।

তিনি আরও বলেন, আমার বাম পায়ের গুলিটি অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিউ মার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদুল হাসান ফাহাদ গুলিবিদ্ধ অবস্থায় এলে চিকিৎসক অস্ত্রোপচার শেষে তাকে ১০১ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর বেডে ভর্তি দিয়েছেন। সাধারণ ছাত্র- ছাত্রীদের ব্যানারে কোটা বিরোধী আন্দোলনে যারা যুক্ত তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী প্রজন্মের পরম্পরা বলে মন্তব্য করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও আবৃত্তি শিল্প আহকাম উল্লাহ আমল। এরা তারাই যারা ৭০ সালে আওয়ামী লীগকে ভোট দেয়নি, একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অনস্থান নিয়েছিলো, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকান্ডে অংশ নেওয়া ও সমর্থন করেছিলো। কোটা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান কোনোভাবেই মেনে নেয়া যায় না। সাধারণ ছাত্র- ছাত্রীদের অহিংশ আন্দোলনে কারা অস্ত্র সরবরাহ করলো, সেটি ভাবনার সময় এসেছে। গৌরব একাত্তরের সাধারণ সম্পাদক এফ এম শাহীন নিউজ নাউ বাংলা কে বলেন, কোটা বিরোধী আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধিরা একত্রিত হয়েছে। এটা আজ পরিস্কার। সাধারণ ছাত্রদের ব্যানারে কোটা সংস্কারের নামে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি একত্রিত হয়েছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ১৯৭১ সালে শহীদের রক্তে রঞ্জিত, সেই ক্যাম্পাসে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার।

হলের ভিতর রান্নার লাকড়ি হাতে কোটা আন্দোলনকারী নারীরা
হলের ভিতর রান্নার লাকড়ি হাতে কোটা আন্দোলনকারী নারীরা

এটি মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ঠিত করা হয়েছে, ত্রিশ লাখ শহীদকে অসম্মান করা হয়েছে। পরিস্কার বোঝা যাচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, সরকার বিরোধী। এই আন্দোলনে স্বাধীনতা বিরোধী শক্তি রশদ যোগান দিচ্ছে। ছাত্রদল প্রকাশ্যে সমর্থন দিয়েছে। জামাত – শিবির সহ স্বাধীনতা বিরোধী শক্তি ইন্ধন দিচ্ছে। গতকাল ছাত্রলীগের নিউ মার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হয়েছে। সাধারণ ছাত্র- ছাত্রীদের এই আন্দোলনে কারা অস্ত্র সরবরাহ করলো?স্বাধীনতার স্বপক্ষের সকল সংগঠন কে একত্রিত হবার আমি আহবান জানাবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়া এক আহত, রক্তাক্ত নারীর ছবি ভাইরাল হয়েছে। এই প্রসঙ্গে কামরুজ্জামান নামে একজন লিখেছেন, ছবিটি ভালো করে খেয়াল করলে দেখা যাবে, তার হাতেও লাঠি। সেও খালি হাতে নয়। ভালো করে চিন্তা করলে বোঝা যাবে, সে মারতে এসে প্রতিরোধের মুখে পড়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button