সিরাজগঞ্জ রায়গঞ্জে আসামি ধরতে গিয়ে পানিতে ডুবে পুলিশের এস.আই নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে আসামি ধরতে গিয়ে নদীর পানিতে পড়ে পুলিশের এস.আই রেজাউল করিম শাহ নিহত হয়েছে। নিহত এসআই রায়গঞ্জ থানায় কর্মরত ছিলেন।
সোমবার সকালে হাটিকুমরুল এলাকায় আসামি ধরতে গিয়ে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমন্ত্র গ্রামের মোজাম্মেল হকের ছেলে।’
রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ জানান, একটি দস্যুতা মামলার আসামি নাজমুলকে আটক করার জন্য তিনিসহ পাঁচজন ফোর্স নিয়ে এসআই রেজাউল অভিযানে যান।
চারজন ফোর্স গাড়িতে রেখে তিনি আসামি ধরতে যান। আসামি নাজমুলকে আটক করার পর মালামাল উদ্ধারে জান। এ সময় আসামি নাজমুল এসআই রেজাউলকে সরস্বতী নদীর ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নাজমুল পালিয়ে যান।
পরে এসআই রেজাউলকে স্বরস্বতী নদী থেকে উদ্ধার করে শহীদে মনসুর আলী হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের আটকে জোড় নির্দেশনা দিয়েছেন।