খেলা

ইংল্যান্ডের হৃদয় ভেঙে ইউরোপ সেরা স্পেন

৫৮ বছর পেরিয়েও ঘুচলো না শিরোপার আক্ষেপ। পরপর দুবার খুব কাছ গিয়েও ইউরোর রূপার কাপটা ছুঁয়ে দেখা হলো না ব্রিটিশদের। জার্মান ভূমিতে ইউরো-২০২৪ এর ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলের হারিয়ে রেকর্ড চতুর্থ শিরোপা জয়ের উল্লাসে মাতলো স্পেন।
রবিবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় জার্মানির বার্লিনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
তবে ম্যাচ অতিরিক্ত সময় গড়াতে পারত যদি না স্ট্রাইকার দানি ওলমো গোলরক্ষক হয়ে ইংল্যান্ডের ডেক্লান রাইসের হেড ফিরিয়ে দিতে না পারতেন। একেবারে অন্তিম মুহূর্তে গোললাইন থেকে দারুণ এক সেইভ করেন তিনি। রাইসের হেড ফিরিয়ে দেন পাল্টা হেডে। পরমুহূর্তে তার উল্লাসই বলে দেয় এমন একটা কিছু স্পেনের জন্য কত গুরুত্বপূর্ণ।
এ হারের ফলে আরও একবার শিরোপা কাছে এসে কাঁদতে হলো ইংল্যান্ডকে। এর আগে গতবারও ইউরোর ফাইনাল খেলেছিল ইংলিশরা। সেবার তারা শিরোপা হারিয়েছিল ইতালির কাছে। সেই সঙ্গে ১৯৬৬ সালের পর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে না পারার আক্ষেপ আরও বড় হলো।
এদিকে রেকর্ড চতুর্থবারের মতো ইউরো শিরোপা জিতেছে স্পেন। ২০১২ সালের পর আবারও এই শিরোপা জিতল লা রোজারা। এর আগে ১৯৬৪ ও ২০০৮ সালেও ইউরোর শিরোপা জিতেছিল স্পেন। ইউরোপের কোন দল চারবার এই শিরোপা জিতেনি।

Related Articles

Leave a Reply

Back to top button