বশির আলমামুন, চট্টগ্রাম :
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় কামরুল আলম (৩৮) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা এলাকায় চট্টগ্রামমুখী অংশে এ দূর্ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।
তিনি বলেন, ‘মহাসড়কের পোলমোগরা এলাকায় চট্টগ্রামমুখী অংশে ঢাকা থেকে ছেড়ে আসা এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। পরে গাড়ি দুটি মহাসড়কের পাশে জমিতে উল্টে পড়ে। এ সময় কাভার্ডভ্যানচাপায় সামনে থাকা কামরুল আলম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। ঘটনা পর চালকেরা পালিয়ে গেছেন।
নিহত কামরুল আলম মীরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে।
নিহতের মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। বাসের যাত্রীদের তেমন কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’
উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. আলাউদ্দিন বলেন, ‘আমাদের আহ্বায়ক কামরুল আলম ভাই গ্রামের বাড়ি যাওয়ার জন্য সকালে ঢাকা থেকে আসেন। পোলমোগরা এলাকায় বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি কামরুল ভাইকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে তিনি মারা যান। ওনার পরিবার ঢাকায় থাকেন। দাফনের বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি মীরসরাই কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন।’
উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুল হক জুনু বলেন, ‘শুক্রবার সকালে বেপরোয়া গতির একটি বাস মহাসড়কের পোলমোগরা এলাকায় সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে কামরুল আলম নামে একজনের মৃত্যু হয়েছে।’