খেলা

কোপা আমেরিকার ফাইনাল নিয়ে যা বললেন মেসি

আগামী ১৫ জুলাই সোমবার ভোর ৬টায়, কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ফাইনালের লড়াই যে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকারও করেছেন মেসি।

তিনি বলেন, ‘আমরা উরুগুয়ে ও কলম্বিয়ার ম্যাচটা দেখেছি। আমরা জানতাম যে ফাইনালে যে দলই আসুক, তারা কঠিন প্রতিপক্ষই হবে। কলম্বিয়া অনেক দিন ধরে হারেনি। এটা এমন একটা দল, যে দলে খুব ভালো কিছু খেলোয়াড় রয়েছে, পাশাপাশি খুব লড়াকু মানসিকতারও। আক্রমণে তাদের দ্রুতগতির এবং গতিশীল খেলোয়াড় রয়েছে।’

আর্জেন্টাইন অধিনায়ক আরো বলেন, ‘আমি শান্ত আছি। বরাবরের মতো (ফাইনালের) দিনটির অপেক্ষায় আছি। আমরা যা কিছু পার করেছি এবং যা কিছুর মধ্য দিয়ে গিয়েছি, এর কারণে আমি আগের চেয়ে অনেক শান্ত আছি। ’

এখন মুহূর্তগুলো উপভোগ করছেন মেসি। কেবল ম্যাচের সময়ই নির্ধারণ করবেন মনোনিবেশ।
তিনি বলেন, ‘আমি বিষয়গুলো আরও বেশি উপভোগ করার চেষ্টা করছি এবং প্রতিটি মুহূর্তে আনন্দে বাঁচার চেষ্টা করছি, তাড়াহুড়া একদমই করছি না। কেবল নির্দিষ্ট মুহূর্তটি উপভোগ করছি এবং যখন খেলার সময় হবে তখন আমরা ম্যাচটি কেমন হতে চলেছে সেদিকে মনোনিবেশ করব। ’

Related Articles

Leave a Reply

Back to top button