আন্তর্জাতিক
পাসপোর্টের শর্ত ভঙ্গের দায়ে ১২ বাংলাদেশি গ্রেফতার
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যেরসেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়া এক্সপ্রেসওয়ে এলাকা থেকে ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে পাসপোর্টের শর্ত ভঙ্গ করায় ১২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানান ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রুসলীন জুসোহ।
তিনি বলেন, ৯ জুলাই পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার থেকে মোট ১৭ জন অফিসারের সমন্বয়ে পরিচালিত অভিযানে কারওয়াশে কর্মরত অভিবাসীদের কাগজপত্র পরীক্ষার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২৫ থেকে ৩৫ বছর বয়সী ১২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
রুসলীন জুসোহ বলেন, মূলত একটি গ্যাস স্টেশন চত্বরে অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অধিকতর তদন্ত এবং পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
যারা অবৈধভাবে অবস্থান করে, অতিরিক্ত অবস্থান করে এবং পাসপোর্টের অপব্যবহার করে তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) কোনো আপস করবে না। অবৈধ অভিবাসীকে নিয়োগ ও সুরক্ষা দেয় এমন নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রুসলীন জুসোহ।