আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি মেজর নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধে এক ইসরায়েলি মেজর নিহত হয়েছেন।
দেশটির সামরিক বাহিনীর বরাতে রবিবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রবিবার রাফাহর একটি এলাকায় যুদ্ধ চলাকালে মেজর পদমর্যাদার তাদের এক সেনা সদস্য নিহত হয়েছেন। তার নাম জালা ইব্রাহিম। তিনি ইসরায়েলের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ছিলেন।
জালা ইব্রাহিমকে নিয়ে গাজায় স্থল অভিযানে ইসরায়েলে নিহত সেনার সংখ্যা বেড়ে ৩২৬ জনে দাঁড়িয়েছে বলে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে। এছাড়া আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন আরও অসংখ্য সেনা।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় এক লাখের মতো মানুষ।

Related Articles

Leave a Reply

Back to top button