জাতীয়

সরকার ভর্তুকিতে সার দিচ্ছে: কৃষিমন্ত্রী

এবারের বাজেটে কৃষিখাতকে গুরুত্ব দিয়ে প্রায় ৪৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভর্তুকির পরিমাণও ব্যাপক। ৫৪ টাকার সার ২২ টাকায় কৃষকের কাছে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ।
তিনি বলেন, কৃষিখাতের উন্নয়নের জন্য যা করা প্রয়োজন তা আমরা করছি, প্রয়োজনে আরও করব। কৃষক ও কৃষির উন্নয়নে প্রধানমন্ত্রী বরাবরই গুরুত্ব দিয়ে যাচ্ছেন।
রবিবার (৭ জুলাই) ওসমানী মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত কৃষি খাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এছাড়া কৃষিকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সবসময় বাজেটে কৃষিকে প্রাধান্য দিয়েছেন ও ভর্তুকি অব্যাহত রেখেছেন বলে মন্তব্য করেছেন তিনি।
বঙ্গবন্ধু তার সময়ে খাদ্য উৎপাদনের দিকে জোর দিতে বলেছিলেন, যাতে কেউ ভুখা না থাকে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আজকের দিনে এসে এ কথাটি অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের খাদ্য উৎপাদনে ৩০ শতাংশের মতো একটা লস হয়। এ লসটা কমিয়ে আনতে কৃষি বিজ্ঞানীদের কাজ করতে হবে।
এবারে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ গুরুত্বপূর্ণ ব্যক্তি (এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন- এআইপি) সম্মাননা পেয়েছেন ২২ জন।
স্বীকৃত বা সরকার কর্তৃক নিবন্ধিত কৃষি সংগঠন শ্রেণিতে তিনজনকে এআইপি করা হয়েছে এবার। তারা হলেন— কৃষিবিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাইখ সিরাজ, পরিবেশ বিষয়ক সংগঠক হিসেবে চট্টগ্রামভিত্তিক সংগঠন তিলোত্তমার প্রতিষ্ঠাতা সাহেলা আবেদীন ও সমবায় উদ্যোক্তা হিসেবে সাতক্ষীরার ধানদিয়া সিআইজি মহিলা সমবায় সমিতির সভাপতি শিখা রানী চক্রবর্তী।

Related Articles

Leave a Reply

Back to top button