খেলা

নাফিস ইকবালকে নেওয়া হচ্ছে ব্যাংকক

গত শুক্রবার দাবার বোর্ডেই হার্ট অ্যাটাক করে পরপারে পাড়ি জমিয়েছিলেন দেশের অন্যতম সেরা দাবাড়ু জিয়াউর রহমান। যা দেশের ক্রীড়াঙ্গনের জন্য খুবই বিষাদময় বিষয় হয়ে দাঁড়িয়েছে ।একইদিনে দেশের ক্রিকেট পাড়ায় উদ্বেগ বাড়িয়েছিলেন দেশের সাবেক ওপেনার নাফিস ইকবাল। আগের রাতে ব্রেন স্ট্রোক করার পর শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে আনা হয় ঢাকায়।
একদিন পরেই এবার নাফিস ইকবালকে উন্নত চিকিৎসার স্বার্থে নেয়া হচ্ছে ব্যাংককে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। জানিয়েছেন, নাফিস ভালো আছেন। তবে পরিবারের চাওয়াতে নেওয়া হচ্ছে ব্যাংককে।
দেবাশীষ বলেন, ওরা ব্যাংককে পরিবারসহ যাচ্ছে। এমন না যে অবস্থা খারাপ বলে যাচ্ছে, ওরা মূলত ফ্যামিলি সিদ্ধান্তে যাচ্ছে। পরিবার চাইছে আরকি এমন না যে ইমারজেন্সি বলে যাচ্ছে। উনার স্ত্রী-মা যাচ্ছে কালকে সকাল আটটায় মনে হয়। তবে আগের থেকে ভালো আছে।

Related Articles

Leave a Reply

Back to top button