আর্জেন্টিনার কাছে হেরে চাকরি ছাড়লেন ইকুয়েডর কোচ
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ইকুয়েডর মন্দ খেলেনি। বলা যায়, ফিফার শীর্ষ র্যাঙ্কধারীদের চোখে চোখ রেখেই লড়েছে তারা। মূল ম্যাচে অনটার্গেট কিংবা অফটার্গেট শটে একটুও পিছিয়ে ছিল না। বল নিয়ন্ত্রণের হিসাবে ছিল কাছাকাছিই। কিন্তু টাইব্রেকারে এমি মার্টিনেজের জাদুকরি সেভে কোপার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো দ্য ত্রিকালারদের।
মূল ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৪-২ ব্যবধানে হারে ইকুয়েডর। এরপর চাকরি থেকে ইস্তফা দিয়েছেন দলটির কোচ ফেলিক্স সানচেজ। স্থানীয় সময় রাতেই তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ)। দুই পক্ষের আলোচনার পরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
হারের পর সংবাদ সম্মেলনে সানচেজ উপস্থিত ছিলেন। কিন্তু বিদায় নিয়ে কিছু জানাননি। এ সম্পর্কে তিনি বলেন, ‘তখন বিদায় বলার উপযুক্ত সময় ছিল না। আপনি জানেন, হারের পর, তাও আবার টাইব্রেকারে, যা অনেক বেশি বেদনাদায়ক।’
সানচেজের বিদায়ে এফইএফ ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে লিখেছে, ‘আমরা ফেলিক্সকে ধন্যবাদ জানাই। তার ভবিষ্যতের জন্য শুভকামনা।’
গত বছরের মার্চে ইকুয়েডরের দায়িত্ব নিয়েছিলেন সানচেজ। তার সঙ্গে চুক্তি হয় ৪ বছরের। এক বছর যেতে না যেতেই সরে দাঁড়াতে হলো। তার অধীনে ১৯টি ম্যাচ খেলেছে ইকুয়েডর। ১০ জয়ের বিপরীতে হার ৪টি। ড্র ৫ ম্যাচে