অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি
সম্প্রতি বিয়ের গুঞ্জন বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
আজ বৃহস্পতিবার (৪জুলাই) নিজের ফেসবুক পেইজে এই অভিনেত্রী লিখেন, বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর আর যারাযারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সসাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা।
জানা গেছে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন কন্টেন্টের প্রমোশনের জন্যই এমনটি করেছেন দীঘি।
উল্লেখ্য, গত সোমবার (১ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে এই অভিনেত্রীর একটি পোস্ট দেন। আর তা নিয়ে নেটদুনিয়াও রীতিমতো তোলপাড়। পোস্টে দেখা যায়, তার অনামিকায় একটি আংটি। মেহেদী রাঙানো হাত। আর হাতের নিচে বিয়ের কার্ড! ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, অপেক্ষা করতে পারছি না আর…! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।
দীঘি এমন পোস্টের পর অনেকের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কী বিয়ে করে ফেলেছেন দীঘি? আবার কেউ বলছেন, বিয়ে নাকি অভিনয়?
অবশেষে দীঘির আজকের পোস্টে সবটা পরিষ্কার হলো।