আন্তর্জাতিক

গাজায় গণহত্যার প্রতিবাদে মার্কিন কর্মকর্তার পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্র বিভাগের বিশেষ সহকারী মরিয়ম হাসনাইন।
বুধবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
পদত্যাগ করে হাসনাইন বাইডেনের পররাষ্ট্র নীতির কঠোর নিন্দা করেন। এমনকি বাইডেনের এই নীতিকে ‘গণহত্যায়-সক্ষম’ এবং ‘আরব ও মুসলিমদের জন্য অমানবিক’ হিসেবে বর্ণনা করেন তিনি।
গত বছরের অক্টোবর মাস থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। চলমান এই সংঘাতে সরাসরি ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। শুরু থেকেই দেশটিকে নগ্ন সমর্থন দিয়ে আসছেন বাইডেন।
ইসরাইলের প্রতি বাইডেন প্রশাসনের এই সমর্থনের প্রতিবাদ জানিয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সবশেষ পদত্যাগ করলেন হাসনাইন।
এর আগে গত জুন মাসের শেষের দিকে পদত্যাগ করেন মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তা অ্যান্ড্রু মিলার। আর মে মাসে বাইডেনের ইসরাইল নীতির প্রতিবাদে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা স্টেসি গিলবার্ট পদত্যাগ করেন। একই মাসে লিলি গ্রিনবার্গ কল নামে বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তাও পদত্যাগ করেন।
তাদের আগেও আরও বেশ কয়েকজন কর্মকর্তা চলমান গাজা যুদ্ধকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button