খেলা

দক্ষিণ আফ্রিকার প্রথম না ভারতের দ্বিতীয়!

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের জমজমাট ফাইনাল।

ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য লড়বে প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত ও প্রথমবার বিশ্বকাপের ফাইনালে জায়গা পাওয়া দক্ষিণ আফ্রিকা।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দক্ষিণ আফ্রিকা ও ভারত। প্রথমবারের মত আইসিসি বিশ্বকাপ ইভেন্টের ফাইনালে উঠেই বাজিমাত করতে চায় দক্ষিণ আফ্রিকা। প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্য প্রোটিয়াদের। অন্যদিকে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারতের চোখ দ্বিতীয় শিরোপায়। দক্ষিণ আফ্রিকা প্রথম না ভারত দ্বিতীয় শিরোপা ঘরে তুলবে, তা জানা যাবে এ ম্যাচ শেষেই।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৬বার মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে ভারতের ১৪ ও দক্ষিণ আফ্রিকার ১১ জয় রয়েছে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৬বার মুখোমুখি হয়েছে দু’দল। এই মঞ্চেও জয়ের ক্ষেত্রে এগিয়ে ভারত। দক্ষিণ আফ্রিকার ২ জয়ের বিপরীতে ভারতের জয় ৪টিতে। মুখোমুখি লড়াইয়ের ২০০৭, ২০১০, ২০১২ ও ২০১৪ সালের বিশ্বকাপে ভারত এবং ২০০৯ ও ২০২২ সালের আসরে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।

Related Articles

Leave a Reply

Back to top button